사진
Katakana Yatai
 
마붑 알엄 + 아부나셀 로비
Mahbub Alam + Mohammad Abu Naser
 
벵골 문자
나무, 페인트, 종이
একটি অংশগ্রহণ-মূলক শিল্প কর্মকাণ্ড

বাংলা বর্ণমালা দিয়ে সজ্জিত কাঠের চেয়ার টেবিলের এই স্থাপনা শিল্প টি দর্শক ও শিল্পীর মাঝে একটি অংসগ্রহন-মুলক কর্মকাণ্ডের অনুঘটক হিসেব কাজ করবে, জনগন/ দর্শক এই চেয়ার টেবিলের গায়ের লেখা সাঁজ সজ্জা থেকে বাংলা বর্ণমালা যেমন চিনে নিতে পারবেন তেমনি নিজের দেশের বর্ণমালা এর গায়ে লিখে দিতে পারবেন। এই প্রক্রিয়ায় উৎসবের সময় জুড়ে বাংলার পাশাপাশি বিশ্বের নানান ভাষার বর্ণমালার এক অভূতপূর্ব উপস্থাপনায় রূপান্তরিত হবে এই স্থাপনা। উৎসব চলাকালীন সময় পারফরমেঞ্চ শিল্পী আবু নাসের রবি তার স্বতঃস্ফূর্ত পারফরমাটিভ কর্মকাণ্ড দিয়ে দর্শকদের এই স্থাপনার সাথে অংশগ্রহণের জন্যে উৎসাহিত করবেন। উৎসব শেষে এই স্থাপনাটি সংরক্ষণের জন্যে যথাযোগ্য পদ্ধতি গ্রহন করা হবে।

An interactive public sculpture project to represent Bengali alphabet. An installation of table and chair for the audience decorated by bangali letters, it will offer public/visitor to write their own letters on it. A performance will happened with the installation to represent the historical background of the language Bangla. Performance duration will be 7-10 min. Performance also will encourage public to join with it.